ব্লাক হ্যাট হ্যাকার কিভাবে ব্লাকমেইল করে।

 

ব্লাক হ্যাট হ্যাকার

ব্লাক হ্যাট হ্যাকার কিভাবে ব্লাকমেইল করে


আজকের টপিক টা আমার বাকি সব টপিক থেকে আলাদা। আজ আমি বলব একজন ব্লাক হ্যাট হ্যাকার শুধু মাত্র আপনার ফেসবুক থেকে আপনাকে কিভাবে ব্লাকমেইল করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। ফুল টিউটোরিয়াল...


প্রথমে জেনে নেই ব্লাক হ্যাট হ্যাকার কাদের বলেঃ 


যারা তাদের হ্যাকিং দক্ষতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ক্ষতি করে তাদেরকেই মূলত ব্লাক হ্যাট হ্যাকার বলে তাদের উদ্দেশ্যেই মানুষের ক্ষতি করা। 

এখন দেখা যাক কিভাবে আপনাকে একজন হ্যাকার ব্লাকমেইল করে মোটাঅংকের টাকা হাতিয়ে নেয় শুধু মাত্র একটা ফেসবুক আইডি থেকে! 

হ্যাকার তার টার্গেট এ সবাইকে রাখে না একজন হ্যাকার তাকেই টার্গেট করে যার বেশি তথ্য তার কাছে আগে থেকেই থাকে। প্রথমে সে ভিক্টিম এ আইডি থেকে তার ভিক্টিম এর নাম্বার বা ইমেল বের করে (এইটার জন্য তারা আলাদা আলাদা টুল ব্যবহার করে) তারপর যখন তারা সেই ভিক্টিম এর মোবাইল নাম্বার বা ইমেইল পেয়ে গেল তখন সে সেই নাম্বার বা ইমেইল এ ফেসবুক সেজে বা অন্য অফার নিয়ে হাজির হয়ে বিভিন্ন মেসেজ লেখে(এইটার জন্যও টুল আছে) যেমন ঃFrom :Facebook 

আপনার আইডিতে কেউ রিপোর্ট দিয়েছে ২৪ ঘন্টার ভেতর আপনার আইডি নষ্ট হয়ে যাবে আইডি যদি ঠিক করতে চান (এইখানে একটা লিংক দিবে) এইখানে ক্লিক করুন।বা আপনার আইডিতে কেউ প্রবেশ এর চেষ্টা করেছিল দয়া করে পাসওয়ার্ড টি বদলে দিন ( এইখানে লিংক) এই লিংক এ ক্লিক করুন। [এইগুলো আইডি হ্যাক এর জন্য ও করে থাকে]

এখন আফার সেজে মেসেজ দেখে নেওয়া যাক,From:sim company 

প্রিয় গ্রাহক, আপনি আমাদের লাকি কাস্টোমার তাই আপনি ১৫ জিবি একদম ফ্রিতেই পাচ্ছেন দয়া করে নিচে থাকা লিংক এ গিয়ে আপনার অফার কনফার্ম করুন (এইখানে লিংক)

এখন আপনি যখন সেই লিংক এ প্রবেশ করবেন আপনার উপর বুনা হবে প্রতারণার মায়া জাল।

হ্যাকার একটি পেলোড (একধরনের ভাইরাস) যেকোন একটা এপ এর সাথে বেন্ড(বাধাই) করে দিবে আপনি টের ও পাবেন না যে ওখানে আপনার ডিভাইস নজরদারীর এমন খারাপ একটা জিনিস হ্যাকার আপনার জন্য দিয়ে রাখছে।আপনি যেই ডাউনলোড দিলেন তো আপনি চলে গেলেন তাদের ফাদে। এখন তারা ওইটা দিয়ে আরো কি কি করবে এইগুলো থাকবে পরের পোস্টে।  


Post a Comment

0 Comments